বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের অন্তর্গত লক্ষ্মীকোলা গ্রামে লক্ষ্মীকোলা শাহ রওশন জালাল উচ্চ বিদ্যালয়টি একটি অতি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। অত্র গ্রামের জনসংখ্যা মাদলা ইউনিয়নের ১/৪ অংশ। গ্রামটি প্রত্যন্ত পল্লী এলাকায়, বগুড়া শহর হইতে ১২ কিঃমি দুরে অবস্থিত। অত্র গ্রামে হযরত শাহ রওশন জালাল রহমাতুল্লাহ এর মাজার রয়েছে। গ্রামের বিদ্যানুরাগী ব্যক্তিবর্গ ১৯৬৭ সালে অত্র এলাকায় শিক্ষার আলো বিস্তারে লক্ষ্মীকোলা শাহ রওশন জালাল উচ্চ বিদ্যালয় নাম দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটি ০১জন সহকারি প্রধান শিক্ষক, 12জন সহকারি শিক্ষক, ০2জন ৩য় শ্রেণী কর্মচারী ও ০4জন ৪র্থ শ্রেণী কর্মচারী, মোট ১৯ জন সুযোগ্য শিক্ষক -কর্মচারী দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।
প্রতিষ্ঠাকাল: ১৯৬৭ইং
প্রতিষ্ঠার ইতিহাস (লক্ষ্মীকোলা শাহ রওশন জালাল উচ্চ বিদ্যালয়): অত্র এলাকায় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ পাকিস্তান প্রতিষ্ঠার পর হইতে অত্র গ্রামে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য তৎপরতা শুরু করে। কাল ক্রমে ১৯৬৭ সালে বাংলাদেশ স্বাধীনতার পূর্ব প্রেক্ষাপটে তাহাদের সেই ইচ্ছার বাস্তবায়নে সুদুর আরব দেশ হতে আগত ইসলাম ধর্ম প্রচারক পীরে কামেল হযরত শাহ রওশন জালাল (রঃ) অত্র গ্রামে এসে বসবাস করেন এবং এই গ্রামেই তার মৃত্যু হয় বা ওফাত গ্রহণ করেন। এখানেই তার মাজার রয়েছে, তাই উক্ত পীর সাহেবের নাম অনুসারে অত্র লক্ষ্মীকোলা শাহ রওশন জালাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে ১৯৭৩ সালে সরকার কর্তৃক নবম ও দশম শ্রেণী খোলার অনুমতি লাভ করে। ১৯৭৩ সালে প্রথম বার এস,এস,সি পরীক্ষায় অংশগ্রহণ করে ভাল ফলাফল অর্জনে সক্ষমতা লাভ করে। সেই সময় হইতে বিদ্যালয়টিতে পাঠদানের মাধ্যমে গ্রামের দরিদ্র জনগোষ্ঠির ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার কাজ অব্যহত রেখে বোর্ড পরীক্ষায় কয়েকবার ১০০% ফলাফল অর্জন সহ বর্তমানে প্রত্যেক বছরই পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক । বর্তমানে অত্র বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা বাংলাদেশ সরকারের বহু দ্বায়িত্বপুর্ন পদে কর্মরত রয়েছে। অত্র বিদ্যালয়টি আরো উন্নতির দিকে ধাবিত হক এই অত্র এলাকা জনগণের প্রত্যাশা।