১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

লক্ষ্মীকোলা শাহ্ রওশন জালাল উচ্চ বিদ্যালয়

ডাকঘর: পেরীহাট, উপজেলা: শাজাহানপুর, জেলা: বগুড়া।
স্থাপিত: ১৯৬৭ খ্রি: এমপিও কোড: ৭৬০২১৩১৩০২, বোর্ড কোড: ৪২৬৬, EIIN NO:-119278
×

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের অন্তর্গত লক্ষ্মীকোলা গ্রামে লক্ষ্মীকোলা শাহ রওশন জালাল উচ্চ বিদ্যালয়টি একটি অতি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। অত্র গ্রামের জনসংখ্যা মাদলা ইউনিয়নের ১/৪ অংশ। গ্রামটি প্রত্যন্ত পল্লী এলাকায়, বগুড়া শহর হইতে ১২ কিঃমি দুরে অবস্থিত। অত্র গ্রামে হযরত শাহ রওশন জালাল রহমাতুল্লাহ এর মাজার রয়েছে। গ্রামের বিদ্যানুরাগী ব্যক্তিবর্গ ১৯৬৭ সালে অত্র এলাকায় শিক্ষার আলো বিস্তারে লক্ষ্মীকোলা শাহ রওশন জালাল উচ্চ বিদ্যালয় নাম দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটি ০১জন সহকারি প্রধান শিক্ষক, 12জন সহকারি শিক্ষক, ০2জন ৩য় শ্রেণী কর্মচারী ও ০4জন ৪র্থ শ্রেণী কর্মচারী, মোট ১৯ জন সুযোগ্য শিক্ষক -কর্মচারী দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠাকাল: ১৯৬৭ইং

প্রতিষ্ঠার ইতিহাস (লক্ষ্মীকোলা শাহ রওশন  জালাল উচ্চ বিদ্যালয়):  অত্র এলাকায় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ পাকিস্তান প্রতিষ্ঠার পর হইতে অত্র গ্রামে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য তৎপরতা শুরু করে। কাল ক্রমে ১৯৬৭ সালে বাংলাদেশ স্বাধীনতার পূর্ব প্রেক্ষাপটে তাহাদের সেই ইচ্ছার বাস্তবায়নে সুদুর আরব দেশ হতে আগত ইসলাম ধর্ম প্রচারক পীরে কামেল হযরত শাহ রওশন জালাল (রঃ) অত্র গ্রামে এসে বসবাস করেন এবং এই গ্রামেই তার মৃত্যু হয় বা ওফাত গ্রহণ করেন।  এখানেই তার মাজার রয়েছে, তাই উক্ত পীর সাহেবের নাম অনুসারে অত্র লক্ষ্মীকোলা শাহ রওশন জালাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে ১৯৭৩ সালে সরকার কর্তৃক নবম ও দশম শ্রেণী খোলার অনুমতি লাভ করে। ১৯৭৩ সালে প্রথম বার এস,এস,সি পরীক্ষায় অংশগ্রহণ করে ভাল ফলাফল অর্জনে সক্ষমতা লাভ করে। সেই সময় হইতে বিদ্যালয়টিতে পাঠদানের মাধ্যমে গ্রামের দরিদ্র জনগোষ্ঠির ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার কাজ অব্যহত রেখে বোর্ড পরীক্ষায় কয়েকবার ১০০% ফলাফল অর্জন সহ বর্তমানে প্রত্যেক বছরই পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক । বর্তমানে অত্র বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা বাংলাদেশ সরকারের বহু দ্বায়িত্বপুর্ন পদে কর্মরত রয়েছে। অত্র বিদ্যালয়টি আরো উন্নতির দিকে ধাবিত হক এই অত্র এলাকা জনগণের প্রত্যাশা।

নোটিশ বোর্ড
নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন এর লক্ষে ২০২৫ ২০২৫ সালে ৮ম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিবন্ধনের তালিকা ও ফি জমাদান প্রসঙ্গে। (সংশোধিত) pdf ৮ম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিবন্ধন ৫২ তম ফুটবল খেলা ২০২৫ ৫২ তম ফুটবল খেলা ২০২৫ জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক উপজেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া আগামী ১২ রবিউল আওয়াল ১৪৪৭ হিজরি/০৬ সেপ্টেম্বর খ্রি. তারিখে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম) সুষ্ঠুভাবে বাস্তবায়ন প্রসঙ্গে টাইফয়েড জ্বর প্রতিরোধে আসন্ন ”টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (TCV) ২০২৫” এর সফল বাস্তবায়নে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী/প্রাক প্রাথমিক থেকে ৯ম শ্রেণি ও সমমান ছাত্র-ছাত্রীদের vaxepi এর মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসঙ্গে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ ৬ষ্ঠ শ্রেণির রেজিষ্ট্রেশন ২০২৫ অর্ধ বার্ষিক পরীক্ষার রুটিন প্রকাশ এসএসসি নির্বাচনি পরীক্ষা-২০২৪ এর রুটিন প্রকাশ দ্বিতীয় প্রস্তুতিমূলক পরীক্ষা ২০২৪ এর রুটিন সহকারী প্রধান শিক্ষকের বাণী
প্রধান শিক্ষকের বাণী

জনাব কাজী মোহাম্মাদ আলী লক্ষ্মীকোলা শাহ্ রওশন জালাল উচ্চ বিদ্যালয়, পেরীহাট, শাজাহানপুর, বগুড়াতে প্রধান শিক্ষক (ভাঃ) হিসেবে দায়িত্ব পালন করছেন

বিস্তারিত...